Friday, April 15, 2011

পয়লা বৈশাখ

পয়লা বৈশাখ
আজকে কি ক্ষুদ্রঋণঅলারা সবচেয়ে বড় হালখাতা উৎসব করছে? ওরা আমাদের চিরন্তন ঋণ/দাদন সংস্কৃতিকে 'ঐতিহ্য' হিসাবে বিজ্ঞাপিত করতে চায়?
যা মনে হয়, পয়লা বৈশাখ ব্যাপারটা আতংকের, যারা সারা বছর ঋণ করে সংসার চালায়, তাদের ধরা খাওয়ার দিন। যতই মিষ্টিমুখ করাক না কেন, তা একজন খাতকের কাছে পাট-তিতা পাচনের মতই লাগে। আর মুঘল আমলে কর আদায়ের জন্য যেসব সাব মোঘল ছিল, তারা সব কশাই... ১লা বৈশাখে কি আর ভাল ব্যবহার করতো?

আজকের ঋণ সভ্যতার ভিতর মউজ কর্তে কর্তে নিজের যেসব জিনিস কে রঙ রস দিয়া তৈরী করতেছি, দেখতে হবে তাতে কি আমাদের আসল দু:খ বেদনা চাপা পইড়া যাইতেছে কিনা...

আমরা কি শুভ হালখাতা অতিক্রম কর্তে পারবো?

No comments: