Saturday, December 18, 2010

পাহাড়ি ব্যবহারগুচ্ছ

মোঘর সিরিজ 

কখন জলপাই ঝরবে

কখন জলপাই ঝরবে গাছ থেকে টুপ করে?
ছেলেরা ঘুরঘুর কর্ছে দলবেধে
মোনঘরের টেম্পাংশালা’র সামনে

জলপাই গাছটা ছোট কিন্তু
কাছেই বিশাল একটা ইউক্যালিপটাস
ফল গাছকে আড়াল করে রেখেছে
বালক শ্রমণকে জিজ্ঞাসিলাম: তুমি কী খেল?
সে বলে: ‌আমাদের খেলার নিয়ম নাই

স্থানীয় এমপি ভাল ঝগড়া করতে পারে
তাই সে ঝগড়া বিলে একটা ব্রীজ উদ্বোধন করেছে

কল্পনা হল ভবিষ্যতের দেখা
মোনঘর হল বর্তমানের ডাকঘর
বালক বালিকাদের মনের মধ্যে চিঠি বিলি করা তার কাজ

জংগলের মধ্যে একটা খেদা
তারমধ্যে ঘোৎঘোৎ করে ভয় পাচ্ছে আমাকে দেখে
দুজন শাদা কালো গাভীন শুয়োর
মানুষের চেয়ে আরো মানুষি ভয়ার্ত করুন কবি চোখে

কালোজনের নাম মুস্তফা আনোয়ার, শাদাজন আবিদ আজাদ

পরলোকের পাহাড়ি শালের বনে
ওঁরা দুজন আমার কন্ঠস্বরকে এত ভয় পাচ্ছে কেন??
আমি কফিল আর চয়ন কে সাথে নিয়ে ক্রমাগত
চাটগাইয়া টোনে বলছিলাম:
‌‌’‌কেমন আছেন যে?, ‌কেমন আছেন যে!’


তোমার চঞ্চুতে আমি

তোমার চঞ্চুতে আমি পাহাড়ি ছড়ার পথে এলেমেলো সাধ
তোমার গালে আমি জলপাই শিকারী
কুমারী গংগা পুজার নৈবেদ্য

এখানে নিজেকে নগ্ন করা যায়,
জনসংখ্যার চাপে
বাংলাদেশের জন্য যা অব্যবহারিক!

সরলতা মানে শুদ্ধতা
শত্রু কিন্তু সর্বদা খারাপ লোক নয়।

কবিতা নিয়ে বেরিয়ে পড়লাম।
কবিতা পড়লাম বন্দরে, পাহাড়ে।
তারপর গড়াগড়ি খেতে খেতে
বালি বিছানো ঝিরি ধরে পৌছে গেলাম

দেখা পেলাম পৃথিবীর সবচেয়ে গোপন এক স্পা,
যে একেবারে স্বচ্ছ, স্পষ্ট!


খাতুরি কলা খান, ভান্তে

খাতুরি কলা খান, ভান্তে, পাকা রাস্তার ধারে
ডান গালে হাসেন
সকাল বারটার পরে আর খানা নাই
কাঁচা মরিচ হারাবে পাহাড়ে

কচি মুখগুলি জলপাই পাতায়
বইখাতা সম্মোহনে
আদাঝুম রোদে
বারুদের প্রয়োজন অস্পষ্ট হয়ে আসে

শিশুরা পাহাড়ে কি সাবলীল কল্পনা
মুখের পরিচয়ের কথা মনে পড়ে না
রান্নাঘরে রাইসরিষা শাকের মহিমা বাড়ে
কার জমি, কে চাষ করে

সবচে মর্মান্তিক হল নিজের দেশের মধ্যে অভিবাসন
যেমন ধর্মচ্যুত হলে মর্মে সুখ নাই
দেহ ঝুঁকি নেয়, প্রাণ তো মানে না

ভবিষ্যতের চিত্র পাচ্ছি আজকের পাহাড়ি সংকেতে

2 comments:

কাজল শাহনেওয়াজ said...

FB তে এই মন্তব্যগুলি পাওয়া গেছে:

#
Probar Ripon:
সে বলে: ‌আমাদের খেলার নিয়ম নাই
December 7 at 11:03pm
#
Maznu Shah:
kobita niye beriye porlam.kobita porlam bondore, pahare. ...khubi anondo pelam pore.
December 7 at 11:26pm
#
Kulada Roy:
কাজল ভাই, ভান্তে নয়--শব্দটি ভন্তে হবে বোধ হয়।
December 7 at 11:51pm
#
Kajal Shaahnewaz:
Manzu, apnar trishna barche kobitay abar, dekhe amaro anondo lagse
December 7 at 11:52pm
#
Kajal Shaahnewaz:
ওরা তো ভান্তেই বলে... দেখি, কাল স্বয়ং বুদ্ভদত্ত কেই জিজ্ঞাস করব, কুলদা!
December 7 at 11:56pm
#
Pias Majid:
Sobceye mormantik holo nijer deser moddhe avibason................
December 8 at 12:27am
#
Firoz Ahmed:
ভাল লাগছে কাজলদা।
December 8 at 1:05am
#
Syeda Amina Farheen:
ki sundor, ki sundor kobi...
December 8 at 2:03am
#
Moumita Mohua:
Tomar chonchute ami......bhalo legehche
December 8 at 2:20am
#
Abu Sayeed Obaidullah:
'ভবিষ্যতের চিত্র পাচ্ছি আজকের পাহাড়ি সংকেতে'
tortaja, jolpani meshano... kobitagulo, aha onekdin por.
December 8 at 2:50am
#
Kamruzzaman Jahangir:
বড়ো সুন্দর, বড়ো মজাদার, যেন ছুঁয়ে দেখছি!
December 8 at 7:30am
#
Kulada Roy
কাজল ভাই, বানী বসুর মৈত্রেয় জাতক নামে একটি উপন্যাস আছে বুদ্ধকে নিয়ে। ওখানে পালি ভাষার ব্যবহার আছে। ভন্তে শব্দটি ওখানে পাবেন। তাপস গায়েনও কয়েকটি কবিতা লিখেছেন। ভন্তে শব্দটি ওর কবিতায় আছে। এই পরিচিত শব্দটি আপনার কবিতায় পেয়ে ভাল লেগেছে। এভাবে অনেক মরে যাওয়া শব্দ বেঁচে থাকে।
আপনার সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
December 8 at 9:59am
#
Lubna Charya:
আমি কফিল আর চয়ন কে সাথে নিয়ে ক্রমাগত
চাটগাইয়া টোনে বলছিলাম:
‌‌’‌কেমন আছেন যে?, ‌কেমন আছেন যে!’
..........................................
এখানে নিজেকে নগ্ন করা যায়,
জনসংখ্যার চাপে
বাংলাদেশের জন্য যা অব্যবহারিক!
..................................... besh.
সবচে মর্মান্তিক হল নিজের দেশের মধ্যে অভিবাসন
December 8 at 10:37am
#
Aysa Jhorna:
ভাল লাগল কবিতাগুলো কাজলদা। বেশ তাজা, ফুরফুরে..
December 8 at 5:28pm
#
Fazlul Kabiry:
ভবিষ্যতের চিত্র পাচ্ছি আজকের পাহাড়ি সংকেতে...ভালতো লাগলই, বাড়তি কিছু যেন টের পাচ্ছি শরীরে, এর নাম কী, জানি না।
December 9 at 12:37am
#
Kajal Shaahnewaz
@কুলদা, আমি লিখছি খাতুরিকলা খাওয়া ডান গালে হাসা ভান্তেকে, পালি ভন্তে নয়...
December 9 at 7:06pm
#
Ashraful Musaddeq:
chomotkar Kajal, khub shundor kobitagulo, bisheshkore prothomta ononno
December 9 at 9:02pm

vOm said...

চরমস লাগলো :)